Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ নিলামে বিক্রয় প্রসঙ্গে বিজ্ঞপ্তি
বিস্তারিত

শর্তাবলীঃ

01। আগ্রহী ক্রেতাগণকে বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবন/গাছ সরেজমিনে পরিদর্শণ করে নিলাম ডাকে অংশ গ্রহণ করতে হবে, পরবর্তীতে কোন প্রকার ওজর আপত্তি চলবে না।

02। অংশগ্রহণকারীদের প্রাক্কলিত মূ্ল্যের 25% হারে টাকা নিরাপত্তা জামানত হিসেবে উপজেলা নির্বাহী অফিসার, নলছিটি, ঝালকাঠি মহোদয়ের অনুকূলে সোনালী ব্যাংক, নলছিটি শাখা থেকে পে অর্ডারের মাধ্যমে জমা দিয়ে নিলাম ডাকে অংশগ্রহণ করতে হবে।

03। প্রতিটি বিদ্যালয়ের ভবন ও গাছের জন্য আলাদা আলাদা পে অর্ডার 09/12/2024 খ্রি. তারিখ দুপুর ০২:০০ টার মধ্যে উপজেলা শিক্ষা অফিস, নলছিটি, ঝালকাঠি এর দপ্তরে জমা দিতে হবে এবং নিলামে অংশগ্রহণকারীর নাম, ঠিকানা ডি-শিট (তালিকা) ভুক্ত করতে হবে । দুপুর ২.০০ টার পরে নাম ডি-শিট (তালিকা) ভুক্ত করা হবে না এবং ডাকে অংশগ্রহণ করতে পারবেন না।

04। নিলাম সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি উপজেলা শিক্ষা অফিস থেকে জানা যাবে।

05। নিলাম ডাক অনুমোদিত হওয়ার ০৭ (সাত) দিনের মধ্যে নিলামকৃত ভবন/গাছ অপসারণের জন্য কার্যাদেশ প্রদান করা হবে এবং সর্বোচ্চ ডাকধারীর নিলামের মালামাল অপসারণের অনুমতি প্রদানের তারিখ হতে কার্যাদেশে উল্লেখিত সময়ের মধ্যে সমস্ত মালামাল অপসারণ করতে হবে। উক্ত সময়ের মধ্যে মালামাল অপসারণ করতে না পারলে জমাকৃত অর্থ বাজেয়াপ্তসহ নিলাম বাতিল করা হবে।

06। নিলাম ডাকের বিষয়ে নিলাম কমিটির সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।

07। ১ম সর্বোচ্চ নিলাম ডাককারীকে চুড়ান্ত সিন্ধান্ত হওয়ার ০৩ (তিন) দিনের মধ্যে ভ্যাট ও আইটিসহ সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমাদানে ব্যর্থ হলে জামানতকৃত অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে 2য় ও ৩য় ডাককারীকে টাকা জমা দেয়ার জন্য নোটিশ প্রদান করা হবে।
08। সর্বোচ্চ ডাকধারীকে মালামাল অপসারণের সময় স্থাপনা চত্ত্বরে কোন ক্ষতি হলে উহা নিজ খরচে মেরামত করে দিতে হবে।
09। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানোর নোটিশ বাতিরেকে নিলাম ডাক বাতিল করার সম্পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করবেন।

প্রকাশের তারিখ
04/12/2024
আর্কাইভ তারিখ
31/12/2024